২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ সরকারি স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক || ০৯ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ এএম
ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ সরকারি স্থাপনায় হামলা


ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছেন সাবেক রাষ্ট্রপ্রধানের সমর্থকেরা। এসময় সমর্থকরা সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রপতি ভবন ঘেরাও করে রাখেন। সোমবার (৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির স্থানীয় সময় রোববার এ হামলা হয়। তবে কয়েক ঘণ্টা সংঘর্ষের পর রোববার সন্ধ্যায় রাজধানী ব্রাসিলিয়ায় ঘেরাও করা ভবনগুলোর নিয়ন্ত্রণ ফিরে পায় পুলিশ।

তবে রোববার (৮ জানুয়ারি) ব্রাসিলিয়ায় যখন এই হামলা হয় তখন লুলা সেখানে ছিলেন না। রাজধানী থেকে দূরে কর্মসূত্রেই সাও পাওলো গিয়েছিলেন তিনি।

গত বছর কট্টর দক্ষিণপন্থি বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। দেশের প্রশাসনিক কাঠামোয় এই হামালার জন্য তিনি আগের প্রেসিডেন্টকেই দায়ী করেছেন। রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তা বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন লুলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার বিক্ষোভকারী ব্রাজিলের হলুদ, সবুজ পতাকা নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে এগোচ্ছেন। কর্তৃপক্ষের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা ঢুকে যাচ্ছেন ভবনের ভেতর। ব্যাপক মানুষ জড়ো হয়েছেন রাষ্ট্রপতি ভবনের ছাদে।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি বোলোসোনারো এখন পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। বরং গণতান্ত্রিক পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে পরাজয়কে তিনি ভোট গণনায় কারচুপি হিসেবে চিহ্নিত করেছেন। অক্টোবরে নির্বাচনের পর থেকেই বোলসোনারোর সমর্থক ও অনুগামীরা দেশের নানা প্রান্তে তাণ্ডব চালাচ্ছেন। 

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন