২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নেইমারের নতুন রেকর্ড, সেরা তিনে নেই মেসি

ক্রীড়া ডেস্ক || ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম
নেইমারের নতুন রেকর্ড, সেরা তিনে নেই মেসি


ফিফা অফিশিয়াল আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। এবার পেরুর বিপক্ষে গোল না পেলেও নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা ফুটবলার। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ‘অ্যাসিস্ট’ এর মালিক হয়েছেন তিনি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পেরুর বিপক্ষে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন নেইমার, কিন্তু দুর্দান্তভাবে শট রুখে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালাসে। এদিন গোল না পেলেও জয়সূচক গোলটি করতে সহায়তা করেছেন মারকিনিওস। আর তাতেই নতুন এক রেকর্ডে নিজের নাম লেখেছেন তিনি। 

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ‘অ্যাসিস্ট’ এখন নেইমারের দখলে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি গোল করিয়েছেন নেইমার। চিলির অ্যালেক্সিস সানচেজকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি। 

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হোয়াও’ জানিয়েছে, দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে অভিষেকের পর এ পর্যন্ত গোলে নেইমারের অবদানই সবচেয়ে বেশি। এখন পর্যন্ত অ্যাসিস্ট ও গোল মিলিয়ে নেইমারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে। ২০টি গোল ও অ্যাসিস্ট নিয়ে অ্যালেক্সিস সানচেজ রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তিনে থাকা লুইস সুয়ারেজের গোল ও অ্যাসিস্ট সংখ্যা একত্রে ২০টি। ১৭টি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন