এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। মিরাজ ও নাঈম শেখের ওপেনিং জুটিতে আসে ৫৫ রান। ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করে আউট হয়েছেন মিরাজ। এর পর টপ অর্ডারের কোনো ব্যাটার ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১০১ রান। ক্রিজে মুশফিকুর রহিম (১২) ও তাওহিদ হৃদয়, (১১) রানে ব্যাট করছেন।
ঢাকা বিজনেস/এমএ/