২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

যেমন গেলো বিদায়ী সপ্তাহের শেয়ারবাজার

মোহাম্মদ তারেকুজ্জামান || ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম
যেমন গেলো বিদায়ী সপ্তাহের শেয়ারবাজার


সদ্য বিদায়ী সপ্তাহে (৩ সেপ্টেম্বর থেকে  ৭ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন বেড়েছে। লেনদেন ছাড়াও দেশের প্রধান শেয়ারবাজারে একটি সূচক বাড়লেও কমেছে দুটি সূচক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। 

সদ্য বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিলো ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ১৭ দশমিক ৬৮ শতাংশ। গত সপ্তাহের তুলনায় প্রত্যেক দিনের গড় হিসেবেও লেনদেন বেড়েছে বিদায়ী সপ্তাহে। গত সপ্তাহে প্রত্যেক দিন গড়ে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা। আর সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৬৫৫ কোটি ৭০ লাখ টাকা।

 গত সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও ৪০৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল। এরমধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৮টির অপরিবর্তিত ছিলো ২২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। আর ২০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের কোনো লেনদেন হয়নি।

 এদিকে ডিএসইতে তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের লেনদেন কমেছে। আর একটি সূচকের লেনদেন বেড়েছে। ডিএস৩০ সূচক গত সপ্তাহে ছিলো ২ হাজার ১৪১ দশমিক ৬১ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ দশমিক ১০ পয়েন্ট। অর্থাৎ ৪ দশমিক ৫১ পয়েন্ট সূচক কমেছে। অর্থাৎ ০ দশমিক ২১ শতাংশ সূচক কমেছে। ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) গত সপ্তাহে ছিলো ৬ হাজার ২৯৯ দশমিক ৫০ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ দশমিক ০৮ পয়েন্ট।

সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৭ দশমিক ৫৯ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ১২ শতাংশ বেড়েছে। আর ডিএসইএস গত সপ্তাহে ছিলো ১ হাজার ৩৭২ দশমিক ৫২ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ দশমিক ১৯ পয়েন্ট।

সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৩ দশমিক ৩৩ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ২৪ শতাংশ কমেছে। বাজার মূলধন গত সপ্তাহে ছিলো ৭ লাখ ৭৬ হাজার ৫৭ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৭৬৮ টাকা। আর বিদায়ী সপ্তাহে বাজার মূলধন এসে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৪৩০ কোটি ৩ লাখ ১১ হাজার ৪৮ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩৭২ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ২৮০ টাকা। 

টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটিড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৯৩২ টাকা। আর গত সপ্তাহে যা ছিলো ৫৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৩৮৮ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ৫১০ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৫৪৪ টাকা।

সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ, সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ, সিএসসিএক্স বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ০৭ শতাংশ, সিএসআই সূচক কমেছে ০ দশমিক ০১ শতাংশ এবং সিএসইএসএমইএক্স সূচক কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ।

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন