২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



একদিনের সিইও সাকিব আল হাসান!

ক্রীড়া ডেস্ক || ০৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম
একদিনের সিইও সাকিব আল হাসান!


যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেটকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান, তাহলে হয়তো বেশি বলা হবে না। সাকিব শুধু দেশের ক্রিকেটের নয়, তিনি বিশ্ব অলরাউন্ডার। সেই সাকিবই এবার চাকরিতে যোগ দিলেন।   

বুধবার (৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন সাকিব। এ দিন বেলা ১১টায় তিনি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে সিইওর দায়িত্ব নেন। তবে একদিনের জন্য এই দায়িত্ব নিয়েছেন তিনি।

মূলত গালফ অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। কোম্পানির প্রচারের জন্যই মূলত এ অভিনব আয়োজন। 

এ সময় নিজের অনুভূতি জানতে চাইলে সাকিব গণমাধ্যমকে বলেন, ‌‘খুবই ভালো লাগছে। প্রথমবার এরকম একটা দায়িত্বশীল পদে এলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসেছে, এই চ্যালেঞ্জ অতিক্রম করাই একটি বড় মজার বিষয়। আমার কাছে এই ধরনের চ্যালেঞ্জ ভালো লাগে। চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে এই কোম্পানিকে আরও সামনে নিয়ে যাওয়ার।’

এ বিষয়ে গালফ ওয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অম্লান মিত্র বলেন, ‘আমি একদিনের জন্য অব্যাহতি পেলাম। সাকিব রোজই দলের সিইও হয়ে মাঠে নামেন। একদিন সে এই অবস্থানে বসে দেখুক, এখানে কেমন চাপ আছে। এটি একটি আইডিয়া। গত চার বছর ধরে সাকিব আমাদের কোম্পানির একটি অংশ। করোনা মহামারিসহ এত দুর্যোগের পরও আমরা অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছি। সাকিব আমাদের সৌভাগ্যের প্রতীক।’  

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন