২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



উদ্যোক্তা
প্রিন্ট

২০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘আমিই সেরা’ অনুষ্ঠিত

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ আগস্ট, ২০২৩, ০৬:৩৮ এএম
২০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘আমিই সেরা’ অনুষ্ঠিত


সিঁদুরের ৫ম গেট টু গেদার ‘আমিই সেরা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুরের একটি কনভেশন সেন্টারে এ অনুষ্ঠান হয়। 

এতে টা্ইটেল স্পন্সর হিসেবে ছিল এসএস লাক্সারিয়াস এবং সহযোগিতায় ছিল সিয়াম হলিডেউজ। এবং ডিজিটাল পার্টনার ছিল ‘ডিজিটাল মিডিয়া ফোরাম- ডিএমএফ’।  

অনুষ্ঠানে প্রায় ২০০ নারী উদ্যোক্তা ও সেলিব্রেটি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মূলত সিঁদুরের গ্রুপের মেম্বারদের নিয়ে হয়ে থাকে প্রতিবছর। সিঁদুর ফ্যাশন হাউস গত ১০ বছর যাবত সফলভাবে অনলাইন এবং অফলাইনে বিজনেস করার পাশাপাশি নারী জাগরণের অনেক কাজ করে যাচ্ছে। এই গ্রুপটি থেকে অনেক নারী উদ্যোক্তাকে সহযোগিতা করা হয়। উদ্যেক্তাদের প্রমোশনও করে প্রতিষ্ঠানটি। 

দিনব্যাপী অনুষ্ঠানে র‍্যাম্প শো, ডান্স শো, লাইভ মিউজিক, বিভিন্ন গেইম শো ছিল। মেহেদি স্টলে ফ্রি মেহেদি পরিয়ে দিয়েছে TSN's henna, Mehedi Art's lami  এবং Maha's mehedi artisty. 

অনুষ্ঠানে স্পেশাল সেলিব্রেটি রেড কার্পেট থিমে ডেকোরেশন করেছে বিয়েরবাজার (biyeerbazaar.com), এছাড়া 360booth ছিল bb logistics থেকে।  ননস্টপ ফটোসেশনে ছিল Creative frame এবং Dj play করেছে Vdj Shanto.

এ ছাড়া, র‍্যাফেল ড্র’তে ছিল ৩ দিন ২ রাত থাইল্যান্ড, দুবাই, মালেশিয়ার হোটেল+সিটি ট্যুর ফ্রি অফার সিয়াম হলিডেইজের পক্ষ থেকে। এছাড়া মোট ২০০ জন ওয়েলকাম গিফটস এবং ১০৮ জন র‍্যাফেল ড্র’র গিফটস পেয়েছেন। 

আয়োজকদের মধ্যে ছিলেন সিঁদুরের স্বত্তাধিকারী আফছানা মীর শিথী এবং মারুফ পারভেজ। মডারেটর ছিলেন ইরিনা ইরা, জুবেদা পলি এবং নাহিয়ান নাইম।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন