ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ। সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সংগঠনের নেতারা এসময় বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ছাত্রলীগ। আগামীতে যেকোনো অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে থাকবে তারা।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নাবিল/এইচ