২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন

খাগড়াছড়ি সংবাদদাতা || ০৩ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন


খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের জন্য ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আধুনিক শিক্ষা উপকরণ সম্বলিত একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, মেজর আবুল হাসনাতসহ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। 

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‌‘এই ডিজিটাল ক্লাসরুম পার্বত্য জনপদ খাগড়াছড়ি জেলার জন্য একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। আমি বিশ্বাস করি এই ডিজিটাল ক্লাসরুম মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সুদূর প্রসারী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীরা আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দেশপ্রেমিক নাগরিকে রূপান্তরিত হবে।’

জলিল/এম



আরো পড়ুন