২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আর নেই অভিনেতা অ্যাঙ্গাস

বিনোদন ডেস্ক || ০১ আগস্ট, ২০২৩, ১০:৩৮ এএম
আর নেই অভিনেতা অ্যাঙ্গাস


হলিউডে ফের শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা অ্যাঙ্গাস ক্লাউড। এইচবিও সিরিজ ‘ইউফোরিয়া’তে ড্রাগ ডিলার ফেজকো ‘ফেজ’ ও ‘নিল’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার ক্যাট বেইলি অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (৩১ জুলাই) ক্লাউড ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

তবে তিনি অভিনেতার মৃত্যুর কারণ নিশ্চিত করেননি। ক্লাউডের পরিবারও বিষয়টির সম্মতি দিয়ে জানিয়েছেন, তাদের ছেলে আর বেঁচে নেই। আশ্চর্যজনক বিষয় হলো, অ্যাঙ্গাস ক্লাউডের বাবা গত সপ্তাহেই মারা গেছেন। বাবাকে কবর দেওয়ার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন। মানসিকভাবে লড়াই করছিলেন।

ক্লাউড ‘ইউফোরিয়া’তেই প্রথম অভিনয় করেছিলেন। এই সিরিজের প্রথম দুই সিজনে অভিনেত্রী জেন্ডায়ার সঙ্গে তিনি অভিনয় করেন।

‘ইউফোরিয়া’র তৃতীয় সিজনের এখনো শুটিং শুরু হয়নি। তার মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন এই সিরিজের জনপ্রিয় অভিনেতা।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন