২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ০১ আগস্ট, ২০২৩, ০৫:৩৮ এএম
ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত


ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর খিলক্ষেতে একটি অভিজাত হোটেলে সোমবার (৩১ জুলাই) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘ইউনিয়ন ব্যাংক দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অব্যাহত রাখতে হবে এবং ইউনিয়ন ব্যাংককে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।’

অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন তাঁর বক্তব্যের শুরুতেই সমবেত সবাইকে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

ঢাকা বিজনেস/এইচ

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, এসইভিপি মো. গোলাম মোস্তফা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শাখার শাখা ব্যবস্থাপকরা।










আরো পড়ুন