মৌলভীবাজারে ইউনিয়ন ব্যাংকের ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং এর উদ্যোগে ‘প্রবাসী আয় বৈধ পথে পাঠানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠানে প্রবাসী আয়ের প্রতি গুরুত্ব, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রেরণের উপকারীতা, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ক্ষতিকর দিক সংক্রান্ত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ফ্যাইন্যান্সিয়াল লিটারেসি উইং এর সুপারভাইজার এসইভিপি মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দাবাজার শাখা, সিলেটের শাখা প্রধান হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন শাখার শাখা প্রধানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ঢাকা বিজনেস/এমএ/