দেশের জনপ্রিয় দুই রক ব্যান্ড সোলস ও আর্টসেল। শো নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা। এবার অস্ট্রেলিয়া মাতাবে এই দুটি ব্যান্ড। ২ সেপ্টেম্বর ‘এশিয়া মিউজিক ফেস্ট’ নামে একটি কনসার্টে অংশগ্রহণ করবে তারা। কনসার্টটি আয়োজন করছে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট সিডনি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এশিয়া মিউজিক ফেস্ট ২০২৩ নামে অসাধারণ একটি মিউজিক্যাল সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছি আমরা, যেখানে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড অংশগ্রহণ করবে। একটির নাম সোলস, অন্যটি আর্টসেল। সোলস তাদের ৫০ বছরের এই জার্নি আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবে। পাশাপাশি নিজেদের জনপ্রিয় সব গান পরিবেশনা করবে। এছাড়া প্রবাসে সময়ের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেলের অসংখ্য ভক্ত রয়েছে। তাদের জন্য আর্টসেল নিজেদের পরিবেশনায় দীর্ঘ দুই যুগের জার্নির গল্প শেয়ার করবে। আশা করি, অসাধারণ কিছু মুহূর্ত অস্ট্রেলিয়া থেকে নিয়ে যাবেন তারা।’
এসময় টিকিটের দাম নিয়ে একটি চার্ট উল্লেখ করা হয়েছে। যেখানে ৬টি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সর্বনিম্ন ৬৫ ডলারে প্ল্যাটিনাম জোন, ৭০ ডলারে আম্পেল অ্যাকাউন্টিং এক্সক্লুসিভ, এডুক্যাব এক্সক্লুসিভ ৮০, এইচএসডি ফাইন্যান্স ১০০, এশিয়া এক্সক্লুসিভ ১২০ এবং সর্বোচ্চ গ্রিনফিল্ড ১৫০ ডলারে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
‘এশিয়া মিউজিক ফেস্ট ২০২৩’ এবারের আয়োজনে দেশের দুই ব্যান্ড ছাড়াও বিদেশি ও প্রবাসী শিল্পীদের পরিবেশনা থাকবে।
এদিকে ২ সেপ্টেম্বরের কনসার্ট শেষে অস্ট্রেলিয়ায় আর্টসেল আরও দুটি কনসার্ট করবে বলে জানা গেছে। মেলবোর্ন ও ব্রিসবেনে পারফর্ম করবে তারা, যেখানে দলটির সম্পূর্ণ লাইনআপ উপস্থিত থাকবে।
ঢাকা বিজনেস/এন/