২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সৌদি ক্লাব আল ইস্তিফাকের নতুন কোচ স্টিভেন জেরার্ড

ক্রীড়া ডেস্ক || ০৪ জুলাই, ২০২৩, ০২:৩৭ পিএম
সৌদি ক্লাব আল ইস্তিফাকের নতুন কোচ  স্টিভেন জেরার্ড


সৌদি ক্লাব আল ইস্তিফাকের নতুন কোচ হলেন স্টিভেন জেরার্ড। আগে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেও সিদ্ধান্ত পাল্টেছেন লিভারপুল লিজেন্ড। সোমবার (৩ জুলাই) সৌদি প্রো লিগ ক্লাবটি এক টুইট বার্তায় এতথ্য নিশ্চিত করে।

ফুটবলবিশ্বকে একের পর এক চমক দিয়েই যাচ্ছে সৌদি আরব। ঘরোয়া ফুটবলে ব্যাপক বিনিয়োগ করছে মধ্যপ্রাচ্যের দেশটি। ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে রিয়াল মাদ্রিদের আরেক কিংবদন্তি করিম বেনজেমাও গেছেন সেখানে। খেলোয়াড়দের পাশাপাশি তারকা কোচদের দিকেও নজর দিয়েছে সৌদি ক্লাবগুলো। লিভারপুলের ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড তার অন্যতম প্রমাণ।

৪৩ বছর বয়সী জেরার্ড কোচ হিসেবে ২০২১ সালে রেঞ্জার্সকে স্কটিশ প্রিমিয়ারশিপ শিরোপা জেতান, যে সাফল্য ক্লাবটি ১০ বছরে প্রথমবার পায়।

এরপর জেরার্ড অ্যাস্টন ভিলায় যুক্ত হন। সেখানে ৪০ ম্যাচে মাত্র ১৩ জয় পাওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

ঢাকা বিজনেস/এমএ




আরো পড়ুন