২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক || ৩০ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা আর নেই


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মারা গেছেন। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

খবরে বলা হয়েছে, হীরাবেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন। গুজরাটে অধিকাংশ সফর চলাকালে মোদি নিয়মিতভাবে তার মায়ের সঙ্গে সময় কাটাতে রায়সানে যেতেন।

হীরাবেন ১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানার ভাদনগরে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন