আগামী মাসেই এশিয়া সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতা সফরে আসলেও সেখানে যাওয়ার আগে বাংলাদেশে পা রাখবেন এই গোলরক্ষক। সোমবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মার্টিনেজ তার পোস্টে লিখেছেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই এটার যাত্রা শুরু হবে, যেখানে আমি ফান্ডেড নেক্সট ও নেক্সট ভেঞ্চারস-এর দলগুলির সঙ্গে দেখা করার সুযোগ পাবো। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।'
মার্টিনেজ আরও লিখেন, 'বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর সফর নিয়ে খুবই আগ্রহী ও অপেক্ষা করছি এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।'
কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় শিরোপা জিততে আলবেলিস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে আকাশী সাদাদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বাজপাখি খ্যাত সেই মার্টিনেজ এবার বাংলাদেশি ভক্তদের জন্য আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন।
ঢাকা বিজনেস/এমএ/