গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরির হ্যান্ডবল আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্রিয়া কমিটির সভাপতি এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা।
অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘আশা করছি আমাদের ছাত্র-ছাত্রীরা সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলবে এবং গণ বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করবে। আমরা এই খেলায় যদি ভালো করতে পারি তাহলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’
তিনি আরও বলেন, ‘আমি শিক্ষকদের অনুরোধ করবো স্ব স্ব বিভাগের খেলা চলাকালীন যেনো তারা মাঠে উপস্থিত থাকেন, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। ছাত্র-ছাত্রীদের কাছে আমার প্রত্যাশা, তারা খেলার মান বজায় রাখবে।’
ক্রীড়া কমিটির সভাপতি এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম বলেন, ‘আশা করি সবাই সুন্দরভাবে খেলাধুলা করবে। খেলোয়াড়রা পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারেনি তাই ভুল হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা খেলাধুলা চর্চার মধ্যে আছি এটিই মূল বিষয়।’
উদ্বোধনী দিনের শুরুতেই ছাত্রদের হ্যান্ডবল খেলায় প্রথম ম্যাচে ফলিত গণিত বিভাগকে ৬-৩ গোলে হারিয়ে জয় লাভ করে রাজনীতি ও প্রশাসন বিভাগ। দ্বিতীয় ম্যাচে রসায়ন ও পদার্থ বিভাগকে হারিয়ে জয় লাভ করে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। তৃতীয় ম্যাচে আইন বিভাগকে হারিয়ে জয় লাভ করে বাংলা বিভাগ। বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগকে হারিয়ে জয় লাভ করে মেডিক্যাল ফিজিক্স বিভাগ। মাইক্রোবায়োলজি বিভাগকে হারিয়ে জয় লাভ করে ভেটেরিনারি অনুষদ।
উল্লেখ্য, এবারের আয়োজনে একটি ইভেন্টে (হ্যান্ডবল) সব বিভাগ থেকে ২৪ জন করে খেলোয়াড় (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করবে। খেলায় ছেলেদের ১৫টি টিম এবং মেয়েদের ১৪টি টিম অংশগ্রহণ করছে। প্রত্যেকটা খেলাই নক-আউট সিস্টেমে পরিচালিত হচ্ছে। ঈদের আগে কোয়ার্টার ফাইনাল হবে এবং ঈদের পর বাকি খেলা হবে।
ঢাকা বিজনেস/এইচ