০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

মুদ্রানীতি ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার || ১৭ জুন, ২০২৩, ০৬:৩৬ পিএম
মুদ্রানীতি ঘোষণা আজ


আগামী অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৮ জুন) বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন।বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

জানা যায়, এ নীতি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। নতুন মুদ্রানীতিতে আগামী জুলাই থেকে ডিসেম্বর সময়ের লক্ষ্যমাত্রা থাকবে। ডিসেম্বরের পর বাস্তবতা পর্যালোচনা করে মুদ্রানীতির লক্ষ্যমাত্রাগুলো আবার সংশোধন করা হবে। যা পরবর্তী ছয় মাসে অর্থাৎ জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর গণমাধ্যমকে বলেন, ‌‘১৮ জুন আনুষ্ঠানিকভাবে গভর্নর মুদ্রানীতি ঘোষণা করবেন। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি জোর দেওয়া হবে। সুদের হার নিয়ে নতুন ঘোষণা আসবে। বর্তমানে ৯ শতাংশের সীমা দেওয়া আছে, সেটা তুলে নেওয়া হবে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন