২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



জাবির ভর্তি পরীক্ষা শুরু কাল

জাবি সংবাদদাতা || ১৭ জুন, ২০২৩, ০৯:৩৬ এএম
জাবির ভর্তি পরীক্ষা শুরু কাল


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। রবিবার (১৮ জুন) শুরু হবে জাবি ভর্তিযুদ্ধ। বৃহস্পতিবার (২২ জুন) শেষ হবে পরীক্ষা। তবে ‘সি-১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় ৬টি ইউনিট ও একটি ইনস্টিটিউটের অধীনে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে অংশগ্রহণ করছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনে লড়বে ১৩৬ জন ভর্তিচ্ছু। 

পরীক্ষা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। তবুও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সেই ঘটনাগুলো যেন না ঘটে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া জালিয়াতি চক্রের সদস্যদের ধরতে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

এদিকে, প্রতিবছরের মতো এবারের ভর্তি পরীক্ষায়ও শিফট পদ্ধতি বহাল রয়েছে। তবে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিফট ‘বৈষম্য’ কিছুটা কমবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর শিফট পদ্ধতি না রাখার উদ্যোগ নিয়েছিলাম। তবে একাডেমিক কাউন্সিলে শিক্ষকরা বাইরে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেননি। আবার বিশ্ববিদ্যালয়ে একইসঙ্গে সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সামর্থ্য নেই। ফলে শিফট পদ্ধতি রাখতে বাধ্য হয়েছি। তবে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার শিফট কিছুটা কমেছে।’

ঢাকা বিজনেস/এ/এন/ 



আরো পড়ুন