২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



তেলেগু ভাষায় রিমেক হচ্ছে ‘তাকদীর’

বিনোদন ডেস্ক || ০৮ জুন, ২০২৩, ০৭:৩৬ এএম
তেলেগু ভাষায় রিমেক হচ্ছে ‘তাকদীর’


দেশের জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত সব সিনেমা ও ওয়েব সিরিজই সুপারহিট। চঞ্চলের বেশ কিছু সিনেমা রিমেক হয়ে ভারতে। এর মধ্যে ‘মনপুরা’ সিনেমাটি কলকাতায় ‘অচিন পাখি’ নামে রিমেক হয়। ‘আয়নাবাজি’ সিনেমাটি ‘গায়ত্রী’ নামে সিনেমাটি রিমেক হয় তেলেগু ভাষায়। 

এবার চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তাকদীর’ তেলেগু ভাষায় রিমেক হচ্ছে। রিমেক করা ছবির নাম ‘দয়া’। চঞ্চল নিজেউই এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের কন্টেন্ট অন্য ইন্ডাষ্ট্রিতে এভাবে রিমেক হওয়াকে দেশের ইন্ডাস্ট্রির বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি। 

‘তাকদীর’ নির্মাণ করেন  নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এই ওয়েব সিরিজ ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ায়।  তেলেগু ভাষায়‘দয়া ডিজনি + হটস্টারে মুক্তি পাবে।

হইচইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়েছে, ‘‘আমাদের জন্য গর্বের মুহূর্ত। ওয়েব সিরিজ ‘তাকদীর’ আনুষ্ঠানিকভাবে তেলেগু ভাষায় রিমেক হচ্ছে।’’ অন্যদিকে ডিজনি + হটস্টার এক টুইটে ‘তাকদীর’-এর রিমেক ‘দয়া’-এর পোস্টার শেয়ার করেছে।

তেলেগু ভাষার ‘দয়া’ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন পবন সাধীনেনি। সিরিজটিতে চঞ্চলের চরিত্রে অভিনয় করছেন জেডি চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন এশা রেব্বা, রেম্যা নাম্বিসান, কমল কামার রাজু প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন