২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক || ০৭ জুন, ২০২৩, ১০:৩৬ এএম
আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়


ব্যাটিং নৈপুণ্যতায় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৩২ রানের বড় ব্যবধানে হারে  রাশিদ খানের দল। এতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় আসে।

বুধবার (৭ মে) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে লঙ্কান বোলিং তোপে বিধ্বস্ত আফগান শিবির। সব উইকেট হারিয়ে ১১৬ রানে থামে আফগানিস্তানের ইনিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। এই জয়ে ২-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জিতল তারা।

হাম্বানটোটায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২২.২ ওভারে  অলআউট হয় আফগানিস্তান। ব্যাট হাতে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান ২৩ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ নবী করেন সর্বোচ্চ ২৩ রান। ইব্রাহিম জাদরান ২২ ও গুলবাদিন নাইব করেন ২০ রান। এছাড়া ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান করেন ১০ রান। 

শ্রীলঙ্কারে হয়ে পেসার দুষ্মান্থে চামিরা ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৪টি উইকেট ও লাহিরু কুমারা ৫ ওভারে ২৯ রান দিয়ে নেন ২টি উইকেট। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। আরেক ঘূর্ণি বোলার মাহিশ থিকশানা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১টি উইকেট।

লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ১১তম ওভারে ৮৪ রানের জুটি ভাঙে।  ৩৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৫১ রান করেন পাথুম নিসাঙ্কা। দুই ওপেনার  নিশানকা ও দিমুথ করুনারত্নের অর্ধশতকে আর কোনও উইকেট না হারিয়ে সহজ জয় পায় শ্রীলঙ্কা। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন