গুরুত্বহীন এমন কিছু বিষয়, যা আমাদের দিনযাপনের প্রাত্যহিকতায় ধরা দেয় না, হয়তো আমরা নিজেরাও সেভাবে মনে ঠাঁই দিই না। অথচ বিশেষ কিছু মুহূর্তের অনুষঙ্গে হঠাৎ-ই সেসব মাথার মধ্যে এসে ভিড় করে। রচিত হয় ‘বন্ধুত্ব’। এরপর প্রেম। প্রেমের কোনো নির্দিষ্ট সীমা নেই। আবার প্রেম অনেক সময় রহস্যময়তারও। এরকম ১০টি গল্প নিয়ে সাইফ বরকতুল্লাহর নতুন গ্রন্থ ‘১০টি প্রেমের গল্প’।
‘১০টি প্রেমের গল্প’নামে এই গল্পগ্রন্থটি শীঘ্রই প্রকাশিত হবে জাগতিক প্রকাশন থেকে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন কাব্য কারিম।
গ্রন্থটি প্রসঙ্গে সাইফ বরকতুল্লাহ বলেন, 'এই সংকলনের প্রতিটি গল্পের বিষয় ভাবনা প্রেম। প্রেমে মানুষ অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়। প্রেমের অভিজ্ঞতায় ভালো ও মন্দ দুটোই আছে। সবার জীবনেই প্রেম আসে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। তবে এই প্রেমে পড়া বিষয়টি আমি পজিটিভ দেখি।'
সাইফ বরকতুল্লাহ বলেন, 'এই গ্রন্থে প্রেমের গল্পগুলােতে রয়েছে বর্তমান সময়ের ব্যক্তিমানুষ ও সমাজের প্রতিফলন। অজস্র টানাপড়েন সত্ত্বেও কোথায় যেন আমরা সবাই চলমান সময়ের কাছে জানু মুড়ে বসতে বাধ্য। প্রত্যেকটি গল্প আমাদের সবার জীবনেরই অঙ্গ, জীবনের ঘটনাবলির সঙ্গে জড়িয়ে আছে।'
সাইফ বরকতুল্লাহ কথাসাহিত্যে সুপরিচিত এক নাম। তিনি পেশায় সাংবাদিক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭টি। তার পাঠকপ্রিয় গল্পগ্রন্থের মধ্যে ‘উপদ্রুত ঘাসের ভেতর’, ‘তিন নম্বর লোকাল’, ‘তেত্রিশ নম্বর জীবন’ উল্লেখযোগ্য।
ঢাকা বিজনেস/এন/