টিএসসিতে প্রতিষ্ঠিত নাট্যদল 'পদাতিক নাট্য সংসদ' সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে। দলটির আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুক্রবার (১২ মে) থেকে শুরু হতে যাচ্ছে সৈয়দ বদরুদ্দীন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান।
এবারের নাট্য উৎসবে স্মারক সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা তারিক আনাম খান ও প্রয়াত মাসুম আজিজ। গত বছর বঙ্গজিত দত্ত ও দেবপ্রসাদ ভট্টাচার্য এই সম্মাননা অর্জন করেন।
সম্মাননা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘যেকোনো পদক মানুষকে সমৃদ্ধ করে। কাজের প্রেরণা জোগায়। এই পদকটি পাওয়ার খবর আমার কাছে তেমন কিছুই। মঞ্চে দীর্ঘসময় কাজ করার ফলশ্রুতিতে আমাকে এই সম্মাননা জানানো হচ্ছে। আমি পদাতিকের কাছে এ জন্য কৃতজ্ঞ।’
এবার ৩৪টি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। তার মধ্যে বাংলাদেশের রয়েছে ৩০টি নাট্যদল ও ভারতের ৪টি। মঙ্গলবার (৯ মে) উৎসব উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির একটি সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসেন তনু বলেন, ‘নাট্য উৎসব মানেই নাট্যকর্মীদের এক ধরনের মিলনমেলা। এই আয়োজনে প্রায় ৩৪টি নাট্যদল অংশ নিচ্ছে। সবার মধ্যে সাংস্কৃতিক ভাবনার আদান-প্রদান হবে এই উৎসবের মাধ্যমে, এটিই কামনা।'
প্রতিবারের মতো এবারো নানা আয়োজন থাকবে উৎসবজুড়ে। পদাতিক নাট্য সংসদের পাশাপাশি নাটক মঞ্চস্থ করবে ‘নাট্যকেন্দ্র’, ‘আরণ্যক নাট্যদল’, ‘প্রাচ্যনাট’, ‘লোকনাট্যদল’, ‘সুন্দরম’, ‘নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ‘অনুস্বর’, ‘থিয়েটার ফ্যাক্টরি’, ‘বটতলা’সহ আরও অনেক দল। থাকবে মাইম শো, পথ নাটক, গান ও নৃত্য পরিবেশনা
প্রসঙ্গত, সৈয়দ বদরুদ্দীন হোসেনের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছর এ উৎসবের আয়োজন করে থাকে পদাতিক নাট্য সংসদ। সৈয়দ বদরুদ্দীন হোসেন দলটিতে নিয়মিত নাট্যচর্চা করতেন। ২০০৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা বিজনেস/এন/