২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নির্বাচনে অংশ নেওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়: সেতুমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ মে, ২০২৩, ০১:৩৫ পিএম
নির্বাচনে অংশ নেওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়: সেতুমন্ত্রী


বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়।’ বুধবার (১০ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়ি রূপান্তর ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় তিনি  এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে সেভাবে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাব করেনি। তারা কোনো চাপও সৃষ্টি করেনি ।’

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ ও পার্লামেন্টের বিলুপ্তি নিয়ে বিএনপি কথা বলছে। বিদেশি বন্ধুরা এটা নিয়ে কিছু বলেনি। তবে বাংলাদেশে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। বিএনপির যেসব দাবি, সেগুলোর বিষয়ে বিদেশিরা একটি শব্দও উচ্চারণ করেনি।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি কেন আওয়ামী লীগকে বিশ্বাস করছে না? আওয়ামী লীগ  প্রতিশ্রুতি তাদের দিয়েছিল? গণতান্ত্রিক অধিকার তাদের (বিএনপি) নিজেদের প্রয়োগ করা উচিত। ইলেকশনে আসা তাদের নিজেদের বিষয়। আওয়ামী লীগ তাদের অনুগ্রহ করবে কেন? আওয়ামী লীগ কেন তাদের ডেকে আনবে? এর মানে বুঝি না, তারা কী বলতে চায়?’

ঢাকা বিজনসে/এমএ



আরো পড়ুন