২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



আফগানদের লঙ্কা সফর চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক || ১০ মে, ২০২৩, ১১:৩৫ এএম
আফগানদের লঙ্কা সফর চূড়ান্ত


বিশ্বকাপের আগে নিজেদের শেষ ওয়ানডে সিরিজ খেলতে চলতি বছরের জুনে  আফগানদের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এমাসের শেষের দিকে শ্রীলঙ্কায় যাবে আফগানিস্তান। বুধবার (১০ মে) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জিনিয়েছে ,আগামী ২৯ মে তাদের দ্বীপে পা রাখবে আফগানরা। এরপর জুনের ২, ৪ ও ৭ তারিখে তিনটি ম্যাচ খেলবে রশিদ খানরা। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

 সর্বশেষ আফগানিস্তান লঙ্কা সফরে গিয়েছিল ২০২২ সালে। সেখানে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। বৃষ্টির কারণে একটি ম্যাচ ভেস্তে যায়।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারেনি শ্রীলঙ্কা, তবে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে আফগানিস্তান। লঙ্কানরা সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে না পারায়, জিম্বাবুয়েতে তাদের খেলতে হবে বাছাইপর্বের ম্যাচ, যা শুরু হবে ১৮ জুন থেকে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন