২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বৃষ্টিতে ভেস্তে গেলো তামিমদের প্রথম ওয়ানডে

ক্রীড়া ডেস্ক || ১০ মে, ২০২৩, ০৩:৩৫ এএম
বৃষ্টিতে ভেস্তে গেলো তামিমদের প্রথম ওয়ানডে


চেমসফোর্ডে বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারর্যান্ডের প্রথম ওয়ানডে। আইরিশরা রান তাড়ায় মাত্র ১৬ ওভার ৩ বল ব্যাটিং করতেই বৃষ্টি নামে। এরপর আর বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আইসিসির নিয়ম বলে, কোনো ওয়ানডে ম্যাচের ফল নির্ধারণের জন্য দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভারের খেলা মাঠে গড়াতে হয়। তবে আয়ারল্যান্ডের ইনিংসে ২১ বল আগেই অর্থাৎ ১৬ ওভার ৩ বলে মাঠে গড়ানোয়, ম্যাচ বৃষ্টি আইন কার্যকর করেননি ম্যাচ রেফারি।

মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে বাংলাদেশের দেওয়া ২৪৭ রান তাড়া করতে নেমে ধীরগতির শুরু করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোহেনি। তবে আইরিশদের ওপেনিং জুটি ভাঙতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশি বোলারদের।

চতুর্থ ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে শরিফুলের লেন্থ ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাকওয়াড পয়েন্টে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন স্টার্লিং। বিদায়ের আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৫ রান। শরীফুলের দেখাদেখি উইকেট তুলে নেন আরেক পেসার হাসান মাহমুদও।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন