২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বিয়ে করলেন সালমান মুক্তাদির?

বিনোদন ডেস্ক || ০২ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
বিয়ে করলেন সালমান মুক্তাদির?


দেশের কমেডিয়ান ইউটিউব তারকা সালমান মুক্তাদিরের  ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। নাটক ওয়েব সিরিজের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। বিভিন্ন সময় বিভিন্ন তরুণীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তাই তো দর্শক মহলে আবার কেউ কেউ প্লে-বয় হিসেবেও অভিযুক্ত করেছেন তাকে। তবে এসবকে কখনো পাত্তা দেননি সালমান। 

এ ইউটিউবার বরাবরই নিজের মতো জীবন উপভোগ করেছেন। তবে  মঙ্গলবার (২ মে) সালমান তার ফেসবুক ভেরিফায়েড পেজে বিয়ের কথা জানিয়ে ছবি পোস্ট করেন। ৩০ এপ্রিল বিয়ের কথা উল্লেখ করে ফেসবুকে পোস্টে সালমান লিখেছেন, ‘বাকি জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’

পোস্টটি কিছু সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইলার হয়। এখন  পর্যন্ত পোস্টটি প্রায় ১ লাখ ৯০ হাজার রিঅ্যাক্ট, ৪৪ হাজার কমেন্ট ও ১৮ হাজার শেয়ার হয়েছে।

আলোচিত ইউটিউবার বিয়ের কথা উল্লেখ করলেও স্ত্রীর পরিচয় জানাননি। তবে তার বিয়ের খবরে উচ্ছ্বসিত নেটিজেনরা। তাইতো কমেন্ট ও শেয়ারে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাকে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন