২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা || ২৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ এএম
সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে।  ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্য  নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  মৃত শাহাজাহান চট্টগ্রামের পাঁচলাইশ শুল্লক বহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

স্বজনদের বরাতে দিয়ে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে পানিতে ভেসে যাচ্ছিলেন সাব্বির হোসেন নামের এক পর্যটক। পেছন থেকে সাব্বিরের বাবা শাহজাহান তা দেখে ছেলেকে বাঁচাতে ছুটে যান সমুদ্রে। ছেলেকে সমুদ্রের ঢেউ থেকে বাঁচাতে পারলেও পানিতে তলিয়ে যান  শাহজাহান। পরে সমুদ্র থেকে ফিরে আসেন লাশ হয়ে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা বিজনেস/আনাম/এনই/



আরো পড়ুন