০১ জুলাই ২০২৪, সোমবার



ঈদের ছুটি শেষ, ফের সচল কর্মস্থল

স্টাফ রিপোর্টার || ২৪ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
ঈদের ছুটি শেষ, ফের সচল কর্মস্থল


ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে আজ (২৪ এপ্রিল)। শুরু হয়েছে অফিস। আবারও কর্মচঞ্চল হয়েছে ঢাকা। এদিকে, আজ থেকে অফিস খুললেও সরকারি অফিস আদালতগুলোতে এখনও ঈদের রেশ। 

টানা ৫ দিনের ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৮ এপ্রিল মঙ্গলবার। আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।

ঈদের আগে গত বুধবার ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে শনিবার। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) ও ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ছিল ঈদের ছুটি।

ঈদ শনিবার হওয়ায় এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা ৫ দিন।

ঈদের ছুটি শেষে দূরদূরান্ত থেকে সকালে অনেকে সরাসরি অফিসে এসেছেন। কেউ কেউ আবার পরিবার নিয়ে গতকালই ঢাকায় এসেছেন। তবে, অফিস-আদালত সব খোলা থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলো এখনও ফাঁকা রয়েছে। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন