২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



‘আগুনের ঘটনাগুলো নাশকতা হলে কঠোর ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার || ১৫ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ পিএম
‘আগুনের ঘটনাগুলো নাশকতা হলে কঠোর ব্যবস্থা’


অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এসব নাশকতা হয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীতে সম্প্রতি বেশ কয়েকটি মার্কেটে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি। অনুষ্ঠান থেকে প্রায় ৬০০ অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।

আইজিপি বলেন, ‘আমরা ইদানীং লক্ষ করছি, রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা বাংলাদেশ পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোনো নাশকতা থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন।’

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঈদের আগে আগে বেশ কিছু আগুনের ঘটনা মানুষকে নাড়া দিয়েছে। গত ৪ এপ্রিল ভোরে ঢাকার বঙ্গবাজার মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। ১১ এপ্রিল চকবাজারের সিরামিক গুদামে আগুন লাগেল। গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে ২০টির মতো গুদাম।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন