২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ এপ্রিল, ২০২৩, ১১:৩৪ এএম
দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী


আওয়ামী লীগের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার আহ্বানা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলে,‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। অনেকেই এমন গতিতে একটি দেশের অগ্রগতি চায় না-তাই, তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’বুধবার (১২ এপ্রিল) আওয়ামী লীগের সারাদেশের জেলা শাখার নেতা-কর্মীদের সঙ্গে  মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘সরকার ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের কারণে দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অতি-দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।’

তিনি বলেন, ‘সরকার দ্রুততম সময়ে দারিদ্র্যের হার আরও দুই বা তিন শতাংশ কমিয়ে আনার প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।’

জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে  আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে জনগণের কল্যাণে আরও সম্মিলিতভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।  তিনি বলেন, ‘আমরা চাই আওয়ামী লীগের সংগঠন আরও শক্তিশালী হোক।’

শেখ হাসিনা আরো বলেন, ‘বিএনপি এখনও তাদের আগের অবস্থানে অটল রয়েছে। অথচ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ তার অবস্থানকে আরও এগিয়ে নিয়ে গেছে।’তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে বাবা-মা, ভাইসহ সর্বস্ব হারানোর পর দেশবাসীকে নিজের কাছের মানুষ ভেবে তাদের জন্য কাজ করছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণই আমার পরিবার। আমি যা কিছু করেছি-তা মানুষের জন্য করেছি।’সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/

 



আরো পড়ুন