২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড স্থগিত

ইবি সংবাদদাতা || ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৩২ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড স্থগিত


ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিতব্য পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ডসহ ১২ মার্চ পরিবহন অফিসের ড্রাইভার পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। 

উল্লেখ্য, বোর্ডগুলোর নিয়োগ নির্বাচনী পরীক্ষার সময় ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

নাজমুল/এম



আরো পড়ুন