২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বঙ্গবাজারে আগুন: আহত ১৪

স্টাফ রিপোর্টার || ০৪ এপ্রিল, ২০২৩, ০৯:৩৪ এএম
বঙ্গবাজারে আগুন: আহত ১৪


রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ ১৪ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক  ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস-সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬ টার দিকে রাজধানীর বঙ্গবাজারসহ আশেপাশের ৫ মার্কটের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ উদ্ধারকর্মীসহ ১৪ জন আহত হয়েছে।  

এরমধ্যে একজনকে শেখ হাসিনা বার্ন ইউনিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪ জনকে  ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ারের সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘আমাদের ৮ জন উদ্ধার কর্মী আহত হয়েছেন।’  

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন