২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বঙ্গবাজারের পাঁচ হাজার দোকান পুড়েছে: হেলাল উদ্দিন

ঢাকা বিজনেস ডেস্ক || ০৪ এপ্রিল, ২০২৩, ০৭:৩৪ এএম
বঙ্গবাজারের পাঁচ হাজার দোকান পুড়েছে: হেলাল উদ্দিন


রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ২ হাজার কোটি টাকার। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে এসে হেলাল বলেন, 'আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য মালামাল তুলেছেন। ঈদ মৌসুমে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে।'

তিনি আরও বলেন, 'ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের পুঁজি বলতে সব শেষ।'

 সরকারের কাছে ঈদকেন্দ্রিক ব্যবসার ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানান তিনি।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন