২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইউক্রেনের বিরোধিতার পরও নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ এপ্রিল, ২০২৩, ০২:৩৪ পিএম
ইউক্রেনের বিরোধিতার পরও নিরাপত্তা পরিষদের সভাপতি  রাশিয়া


ইউক্রেন-রুশ যুদ্ধের মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিতের দায়িত্ব নিলো রাশিয়া। একটি ঘূর্ণায়মান প্যাটার্ন অনুযায়ী কাউন্সিলের ১৫ জন সদস্যের প্রত্যেককে এক মাসের জন্য  সভাপতির দায়িত্ব নিতে হয়। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসের জন্য রাশিয়া সভাপতির দায়িত্ব পেলো।  শনিবার  (১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া সভাপতিত্বের দায়িত্ব পালন করে। এরপর থেকে ইউক্রেনে  পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছিল দেশটি। এমন অবস্থায় আবারও  নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব রাশিয়াকে দেওয়া হয়েছে।  নিরাপত্তা পরিষদ এমন একটি দেশের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। 

ইউক্রেনের অভিযোগের পরও এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে,  তারা একটি স্থায়ী কাউন্সিল সদস্যকে সভাপতি পদ গ্রহণ করা থেকে আটকাতে পারবে না। এই কাউন্সিলের অন্য স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন। 

তবে জাতিসংঘে মস্কোর রাষ্ট্রদূত, ভ্যাসিলি নেবেনজিয়া রাশিয়ান তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তিনি অস্ত্র নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি বিতর্ক তদারকি করার পরিকল্পনা করেছেন। তিনি আরও জানিয়েছেন, তিনি একটি ‘নতুন বিশ্ব ব্যবস্থা’নিয়ে আলোচনা করবেন, যা তিনি বলেছিলেন।

ঢাকা বিজনেস/এমএ/এনই/




আরো পড়ুন