২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সাকিব-লিটন ঝড়ে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ২৯ মার্চ, ২০২৩, ১২:৩৩ পিএম
সাকিব-লিটন ঝড়ে সিরিজ জয় বাংলাদেশের


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে সব ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে সব ওভার খেলে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করে ১২৫ রান। এতে ৭৭ রানে হেরে যায় আইরিশরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরপর দুইটিতেই জয় পেয়ে ঘরের মাঠে সিরিজ জিতলো টাইগাররা।     

এদিকে, প্রথম বলেই আইরিশ অধিনায়ককে থামিয়ে দেন তাসকিন। তারপর দ্বিতীয় ওভারের প্রথম বলেই আরেক উইকেট শিকার করেন টাইগার অধিনায়ক সাকিব। এরপর ৪ উইকেট নেন এই বিশ্ব অলরাউন্ডার। তাসকিন নেন ৩ উইকেট। হাসান নেন একটি।  

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ১৮ বলে হাফ সেঞ্চুরি হাকিয়েছেন লিটন। অপরদিকে রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। ৪১ বলে ৮৩ রান করে আউট হন টাইগারদের সেরা ব্যাটার লিটন। সাকিবও ২৪ বলে ৩৮ রান করে আউট হন। 

এদিকে, দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার লিটন। এতে তিনি ১৬ বছরের পুরোনো মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে বৃষ্টির কারণে ডার্ক লুইস পদ্ধতিতে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৮ ওভারে ১০৪ রান। প্রতি ওভারে আইরিশদের নিতে হতো ১৩ রান। সেই লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে পুরো ৮ ওভার খেলে ৮১ রানেই আটকে যায় সফরকারীরা।  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন