বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের করেছেন ইন্দোরে হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক একলব্য সিংহ গৌর। তিনি বিজেপি সাংসদ মালিনী গৌরের পুত্র।
গত ১২ মার্চ মুম্বাইয়ে এক ফ্যাশন শোয়ে হেঁটেছিলেন তাপসী। পরনে ছিল পোশাকশিল্পী মনীষা জয়সিংহের বানানো লাল গাউন। গলায় ছিল সোনালি চোকার ধরনের ভারী নেকলেস।
নেকলেসে লকেটের মতো বসানো ছিল লক্ষ্মীদেবীর মূর্তি। সেই সাজে ছবিও তোলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করলে শুরু হয় বিতর্ক। সেই গহনার জন্যই এবার আইনি প্যাঁচে পড়তে হলো তাপসী পান্নুকে।
সাংসদ পুত্র একলব্যর দাবি, হিন্দুধর্মের মূলে আঘাত হেনেছেন তাপসী লক্ষ্মীদেবীর লকেট পরে। তার বেশভূষার সঙ্গে এ ধরনের লকেট পরা ঈশ্বরের অবমাননা ছাড়া কিছুই নয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
নেটিজেনদের দাবি, এ রকম পোশাকের সঙ্গে এই গহনা পরে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন তাপসী। তবে এখনও এই বিষয়ে মুখ খোলেননি তাপসী। নিজের পোশাক ও গহনা নিয়ে নিন্দার জবাবে কী বলেন তাপসী, সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা বিজনেস/এন/