তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ (২৭ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হচ্ছে ম্যাচটি। এর আগে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের কাছে টসে হেরে ব্যাটিং পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো টস জিততে পারেনি বাংলাদেশ।
তিন পেসার ও তিন স্পিনারের বোলিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন। তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।