ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সঙ্গে এক ঠিকাদারের ফোনালাপ ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।
এর আগে গত ১৪ মার্চ রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অর্থলেনদেনের ফোনালাপ ফাঁস হয়। ওইদিন ‘সাথী খাতুন’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২ মিনিট ৫০ সেকেন্ডের চারটি কল রেকর্ড সংবলিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে লেনদেন সংক্রান্ত কথোপকথন শোনা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন ১৫ মার্চ বিকেলে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
ঢাকা বিজনেস/ নাজমুল /এনই/