'বক্স অফিস' শব্দ দুটো আমাদের সবার পরিচিত। চলচ্চিত্র জগতের বদৌলতেই আমরা এই শব্দদুটোকে চিনেছি। কিন্তু এই শব্দের উৎপত্তি কীভাবে? প্রথম ব্যবহার করা হয়েছিলো কোথায়? এর প্রকৃত অর্থই বা কী? এই প্রশ্নগুলো কখনো ভেবেছেন? চলুন, জেনে নেই বক্স অফিসের ইতিবৃত্ত।
‘বক্স অফিস’ শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করা হয় ১৭৮৬ সালে। বক্স অফিসের প্রকৃত অর্থ হলো টিকিট ঘর। মূলত, এটি এমন একটি স্থান যেখান থেকে দর্শক বা শ্রোতাদের কাছে কোনো অনুষ্ঠানে প্রবেশাধিকারের জন্য অনুমতিপত্র বা টিকিট বিক্রি করা হয়ে থাকে। এই টিকিট ঘর সম্পর্কে অভিজ্ঞতা সম্ভবত আমাদের সকলেরই আছে। চলচ্চিত্রের আগে থিয়েটার মালিকপক্ষ প্রথম এই বক্স অফিসের প্রবর্তন করেন। এই অফিসে দেওয়াল ঘেরা কাউন্টারে বসে একটি সরু ছিদ্রের মাধ্যমে টিকিট লেনদেন করা হতো।
তবে, চলচ্চিত্র শিল্পে ‘বক্স অফিস’ কথাটির অর্থ ভিন্ন। একটি সিনেমা কি পরিমাণ ব্যবসা করেছে ‘বক্স অফিস’-এর সাহায্যে তার মাপকাঠি নির্ধারন করা হয়। চলচ্চিত্র জগতে ব্যবসা মানে কত টিকিট বিক্রি হয়েছে। মূলত, চলচ্চিত্র জগতে ‘বক্স অফিস’ বলতে মোট টিকিট বিক্রির পরিমাণ অথবা টিকিট বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থকে বোঝানো হয়। কোনো চলচ্চিত্র ‘বক্স অফিস হিট’ মানে, ভাল পরিমাণ ব্যবসা হয়েছে। অর্থাৎ, অনেক টিকিট বিক্রি হয়েছে। আবার ‘বক্স অফিস ফ্লপ’ বললে বুঝতে হবে, চলচ্চিত্রটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি।
ঢাকা বিজনেস/এন/