জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩ ধাপে ৫ সিটি করপোরেশনের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসাবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে। বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, ‘আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করবো। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জাহাংগীর আলম বলেন, ‘পাঁচ সিটি নির্বাচন করতে হবে সংসদ নির্বাচনের আগে। প্রাথমিক আলোচনা হয়েছে, আগামী এপ্রিলে রমজান মাস শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পর্যন্ত চলবে। আর ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।’ তিনি বলেন, ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবো, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে।
ইসি সচিব আরও বলেন, ‘এপ্রিলের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হবে। মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সে ক্ষেত্রে ইভিএমে সব নির্বাচন হবে। সিসি ক্যামেরা রাখার বিষয়ে পরিকল্পনা থাকলেও তা করা হবে কি না, ওই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ঢাকা বিজনেস/এনই/