১৪ মার্চ ২০২৫, শুক্রবার



ম্যাচসেরা লিটন, সিরিজসেরা শান্ত

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ মার্চ, ২০২৩, ১২:০৩ এএম
ম্যাচসেরা লিটন, সিরিজসেরা শান্ত


বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাজিমাত করেছে বাংলাদেশ। বাটলারের দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

ঘরের মাটিতে ঐতিহাসিক এই সিরিজে তারুণ্যনির্ভর দল নিয়েও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে সাকিব আল হাসানের দল। যার সুবাদে ম্যাচসেরা এবং সিরিজ সেরার পুরস্কারও নিজেদের করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজে তেমন অর্জন দেখাতে না পারলেও লিটন দাস হোয়াইটওয়াশ ম্যাচে জ্বলে উঠেছিলেন। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫৭ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন। লিটনের এই ইনিংসে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। দুর্দান্ত এই ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।

আর সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিন ম্যাচেই ব্যাট হাতে ধারাবাহিক রান পাওয়া ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিনি সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে এই পুরস্কার পান।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ আর দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৪৬ রান করেছিলেন শান্ত। এই ব্যাটার আজও খেলেছেন ৩৬ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ঢাকা বিজনেস/এম/



আরো পড়ুন