মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিক আল হাসান। ইনিংসের ১৭তম ওভারের আগেই ১০০ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। সাকিব-তাসকিনদের আঘাতের পর আঘাত ইংলিশ শিবির যেন লণ্ডভণ্ড।
পাওয়ার প্লের তৃতীয় ওভারে ইংলিশ শিবিরে প্রথম আঘাত করেন তাসকিন। তিনি ওভারের দ্বিতীয় বলে মালানকে আউট করেন। তাসকিনের পর সাকিবও ফিল সল্টের উইকেট নেন। এরপর আরেকটি উইকের পতন। বাটলারকে থামিয়ে দেন হাসান মাহমুদ এবং মঈন আলীর উইকেট নেন মিরাজ। পরপর ৭ উইকেট হারিয়ে চাপে রয়েছে ইংল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ১০০ রান। মালান করেছেন ৮ বলে ৫ রান। ফিল সল্ট ২৫ রান করে বিদায় নিয়েছেন। বাটলার ৬ বলে ৪ এবং মঈন করেন ১৭ বলে ১৫ রান।
আজ (১২ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
ঢাকা বিজনেস/এম