‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে ৪ জন বীর মুক্তিযোদ্ধা নারীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা নারীরা হলেন- শৈফালী, ফাতেমা খাতুন, জহুরা খাতুন ও রবিজান বেওয়া।
বুধবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কণিকা মল্লিক।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সভায় নারীরা বলেন, ‘আজকে নারীরা অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। তবে এখনো অনেক বৈষম্য রয়েছে। এসব বৈষম্য দূর করতে হবে।’
নোমান/এম