ক্রিকেটের দ্রুততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এবারের আসরে প্রথম ম্যাচ মাঠে গড়াবে চলতি বছরের ২৮ নভেম্বর। আর টুর্নামেন্ট চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই আসর অনুষ্ঠিত হবে। ডেক্কান গ্ল্যাডিয়েটরস টানা দ্বিতীয় ট্রফি ঘরে তোলার পরপরই নতুন আসরের দিনক্ষণ জানানো হলো।
এ প্রসঙ্গে আবুধাবি ক্রিকেট ক্লাব অ্যান্ড স্পোর্টস হাবের সিইও ম্যাট বাউচার বলেন, ২০১৯ সালে আমরা আমাদের অংশীদার আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি সাংস্কৃতিক-পর্যটন অধিদপ্তরের সঙ্গে কৌশলগত অঙ্গীকার করেছিলাম। বিশ্ব ক্রিকেটের জন্য আরেকটি সৃজনশীল ইভেন্ট আমরা আয়োজন করবো।’
টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি। আসন্ন সপ্তম আসরের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে আমরা ২০২৩ সালে আরও বড় একটি আসর আয়োজনের অধীর অপেক্ষায় আছি।
এবারের আসরটি আরও জমকালো হবে বলে আশা করছেন তিনি।