১০ জানুয়ারী ২০২৫, শুক্রবার



৭০ রান করে আউট মুশফিক

ক্রীড়া ডেস্ক || ০৬ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
৭০ রান করে আউট মুশফিক


ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করছে তামিম বাহিনী। ওপেনিংয়ে ব্যাটে নেমেছিলেন তামিম ও লিটন। প্রথম ওভারে শূন্য রানে আউট হন লিটন। তারপর মাত্র ৬ বল খেলে ১১ রান নিয়ে দলের অধিনায়ক তামিমও মাঠ ছাড়েন। এরপর ব্যাটে নামেন শান্ত ও মুফিক। তারা ম্যাচটিকে টেনে তুলেন আউট হন। শান্ত ৭১ বলে ৫৩ রান ও মুশফিক ৯৩ বলে ৭০ রান করেন। এখন আবার টাইগার শিবিরে চাপ বাড়ছে। 

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করছে বাংলাদেশ। ব্যাট করছেন সাকিব ও মাহমুদুল্লাহ। 

৯ ওভারের আগেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তারপর ধীর গতিতে এগুতে থাকে। এরপর শান্তও ৭১ বলে ৫৩ রান করে আউট হন। তবে, বাংলাদেশের রানের খাতা শান্তই খুলে দিয়ে সাজঘরে ফেরেন।  

ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেজে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে টাইগাররা।   

দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস চ্যানেল। 

প্রথম ম্যাচ ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ১৩২ রানে হেরে ইংল্যান্ডের কাছে আগেভাগেই ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।

এদিকে, সিরিজ হারের পর মানসিকভাবেও অনেকটা পিছিয়ে পড়েছে টাইগার শিবির। তবে রোববার অনুশীলনের কোনো কমতি রাখেনি সাকিব-তামিমরা। লম্বা সময় বোলিং করেছেন সাকিব, এমন দলের অন্যদের কাছেও বোলিং ঠিকঠাক হচ্ছে কি না, তা-ও জেনে নেওয়ার চেষ্টা করেছেন। এক সময়কার কাটার মাস্টার মুস্তাফিজও ভুলে যেতে বসেছেন উইকেট নেওয়া। তিনিও গতকাল কঠিনভাবে তালিম নিয়েছেন। 

প্রসঙ্গত, বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ সিরিজে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে ভিসতা। গত অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের তিন জাতি ক্রিকেটে বড় আকারে মাঠে লক্ষ্য করা গেছে ভিসতার উপস্থিতি। এবার আবারও তারা এলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। ভবিষ্যতে আরও বড় আকারে ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে ভিসতা। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন