২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইন্দোনেশিয়ায় আগুনে প্রাণ গেলো ১৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক || ০৪ মার্চ, ২০২৩, ১০:০৩ এএম
ইন্দোনেশিয়ায় আগুনে প্রাণ গেলো ১৭ জনের


ইন্দোনেশিয়ার একটি জ্বালানি ডিপোতে আগুন লেগে শিশুসহ অন্তত ১৭ জন মারা গেছেন। দগ্ধ অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

খবরে বলা হয়েছে, কয়েক হাজার বাসিন্দাকে এরইমধ্যে নিরাপদে সরিয়ে নিয়েছে দমকলকর্মীরা। তবে, কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। 

শুক্রবার (৩ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার জনবহুল এলাকা তানাহ মেরাহতে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী। 

 ৩৭টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করে অন্তত দেড় শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন। তবে, আগুনের তীব্রতা বেশি হওয়ায় বেগ পেতে হয় তাদের। পরে স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

 স্থানীয় পুলিশের সূত্রে প্রতিবেদনে জানানো হয়, লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরইমধ্যে কয়েক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন