২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

আবারও সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

স্টাফ রিপোর্টার || ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
আবারও সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম


আবারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হলেন আসিফ ইব্রাহিম।  রবিবার(২৬ ফেব্রুয়ারি) সিএসইর বোর্ড সভায় তাকে ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সিএসই সূত্র বলছে, এর আগেও তিনি তিন বছর মেয়াদে সিএসইর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই বোর্ডে আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসিফ ইব্রাহিম, আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, ইস্তার মহল এবং নাকিব উদ্দিন খানকে মনোনীত করেছে। এরপর সিএসই বোর্ড তাদের নিয়োগ দিয়েছে বলে সিএসই থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন