দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন শ্রীদেবীকন্যা। পরিচালক কোরাতলা শিবার নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন জাহ্নবী।
এ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন জাহ্নবী কাপুর? ‘এনটিআর-৩০’ শিরোনামের এ সিনেমার জন্য শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর পারিশ্রমিক নিয়েছেন ৪ কোটি রুপি। জাহ্নবীর এই পারিশ্রমিক সমতা বজায় রেখেছে বলে মত দক্ষিণী চলচ্চিত্র সংশ্লিষ্টদের।
আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এ সিনেমার মাধ্যমে দুই বছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আরআরআর’। সিনেমাটি ব্যবসা সফলও হয়েছে। শুধু তা-ই নয়, অস্কারে বিদেশি ছবির প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে। অন্যদিকে জাহ্নবী কাপুরের হাতে রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’ সিনেমার কাজ। সূত্র:ইন্ডিয়া টুডে
ঢাকা বিজনেস/এন/