বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যেও দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশগুলোর বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান আর প্রথম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভার। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত বিদায়ী বছরে (২০২২) হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ২০২২ সালে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করেছে ভারত, যা বিশ্বের মোট রেমিট্যান্সের ১২ দশমিক ৫৯ শতাংশ। দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিট্যান্সের অবদান দুই দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রেমিট্যান্সের পরিমাণ ২৯ বিলিয়ন ডলার। এই অঙ্ক বিশ্বের মোট রেমিট্যান্সের ৩ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া দেশটির জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ৭ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা ২০২২ সালে ২১ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। প্রবাসীদের এই আয় বিশ্বের মোট রেমিট্যান্সের ২ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশের প্রবাসী আয় দেশের মোট জিডিপিতে অবদান রাখছে ৪ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আয়ে অন্য দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানের আছে নেপাল। দেশটির প্রবাসী আয় সাড়ে ৮ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিট্যান্সের ১ দশমিক ০৭ শতাংশ। দেশটির এই প্রবাসী আয় তাদের মোট জিডিপির ২১ দশমিক ৮ শতাংশ। পঞ্চম অবস্থানে আছে শ্রীলঙ্কা। ২০২২ সালে তাদের আয় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিট্যান্সের দশমিক ৪৫ শতাংশ এবং তাদের মোট জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। একই সময়ে আফগানিস্তানের প্রবাসী আয় দশমিক ৪ বিলিয়ন ডলার, যা তাদের মোট জিডিপির ২ শতাংশ এবং ভুটানের প্রবাসী আয় দশমিক ১ বিলিয়ন ডলার, যা দেশটির মোট জিডিপির ২ দশমিক ১ শতাংশ।
ঢাকা বিজনেস/তারেক/এনই