২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



৫০ হাজার টাকা বেতনের দাবি সাফজয়ী সাবিনাদের

ক্রীড়া ডেস্ক || ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ এএম
৫০ হাজার টাকা বেতনের দাবি সাফজয়ী সাবিনাদের


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘বেতন-ভাতা বাড়ানোর আবেদন জানিয়েছেন সাফজয়ী সাবিনা-কৃষ্ণারা। দুই দিন আগে আবারও তারা আমার সঙ্গে দেখা করে বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। মাসে ৫০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন তারা।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই রোববার (১৯ নভেম্বর) এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।  

তিনি বলেন, ‘মেয়েরা দুইদিন আগে এসে দাবি-দাওয়া জানিয়ে গেছে। বেতন ও অন্য সুবিধা বাড়াতে বলেছে। আমিও মনে করি তাদের দাবিগুলো যৌক্তিক। তবে আমার কাছে উপায় থাকলে দিয়ে দিতাম।’

তিনি আরও বলেন, ‘মাসিক বেতন শুধু ৫০ হাজার নয়, ম্যাচ ফি ১০০ ডলার করাসহ আরও কিছু সুযোগ-সুবিধা চেয়েছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। এর মধ্যে মানসম্মত খেলার বুট ও উন্নতমানের খাবারের দাবিও রয়েছে।’

মেয়েদের এই চাওয়া নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাফুফে। সালাউদ্দিন বলেন, ‘আমি মনে করি মেয়েদের ৫০ হাজার টাকা দিতে না পারলেও ৩৫-৪০ হাজার দেওয়া উচিত। বুট তো অবশ্যই তাদের প্রাপ্য। খাবারের পেছনে বর্তমানে একজনের জন্য ৭০০ টাকা যাচ্ছে। তা বাড়াতে হলে ১২০০ টাকা লাগবে। পুরো প্রক্রিয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। এখন দেখা যাক কী হয়।’

প্রসঙ্গত, নারী দলের সদস্যরা এখন ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পান।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন